পরাধীনতা
***প্রদীপ চৌধুরী***
তুমি জানো
আমরা স্বাধীন দেশের নাগরিক!
আমাদের কেউ ভয় দেখায় না
কেউ গ্রাম ছাড়া করে না|
আমাদের এতো সুখ অসহ্য হয়ে গেছে
তাই আমরা ঘর ছেড়েছি!
গায়ে কেউ বোমা মারে না
রক্ত ঝরে এমনি তেই|
মাঝে মাঝে আমার গ্রামের কথা
বড্ড মনে পড়ে,
তবু দুঃখ পাওয়ার উপায় নেই
সুখেই চোখে জল চলে আসে|
আমরা সবাই স্বাধীন তো তাই...
ওরা স্বাধীন ভাবেই আমাদের
মারার ছলে আদর করে|