অবচেতন
**** প্রদীপ চৌধুরী ****
ঘুম ভাঙা আকাশের বুকে ক্লান্তি,
      বাতাসে রুদ্ধ পথ রেখা
সময়ের ঢেউ, এসবই বিশৃঙ্খল জীবনের প্রতিচ্ছবি |

আকাশের মন খারাপে মিশে থাকে মানুষের বিষণ্ণতা
প্রতিটি শ্বাস-প্রশ্বাসে উষ্ণ-শীতল বায়ু তার ছবি আঁকে
জীবন ভেসে যায় সময়ের নিম্ন গতিতে |

আমরা জীবনকে বসন্ত ধরি, অথচ বসন্ত কি জানিনা !
বসন্ত তো সুখের বার্তা বয় দীর্ঘ সময় ধরে
    জীবনও কি তায় ?
ঘুম ভাঙা কাল থেকে ঘুম আসা কাল পর্যন্ত
   প্রতিটি মিনিটের আঘাত, কাজের অসীম একটা বোঝা
     এইতো জীবন বসন্তের রুটিন |
অথচ আমাদের অবচেতন মনে
        এ কোন বসন্ত আসে বারবার ?