যেভাবে সকাল হত মস্ত রাতের পরে
যেভাবে উঠতো সূর্য দিগন্তের গণ্ডি পেরিয়ে
আজ সেথায় দাড়িয়ে আছে নীরবতা ।
ভালোবাসা নেই, ভালো থাকা নেই সমাজে
কিংবা আছে না থাকার মতই ।
লোক চক্ষুর আড়ালে বীভৎস এক অভিনয়
গ্রাস করছে সর্বস্ব ।
ফ্যাকাসে হয়ে আসা আকাশের রং, কিংবা বাতাস
ঘুমিয়ে পড়েছে ক্লান্ত সমাজের বুকে ।
শোনা যায় তাদের হৃদস্পন্দন, আর্তনাদ
তবু যেন ভাঙ্গে না নিস্তব্ধতা ।