নিজেকে গুছিয়ে নিতে হবে রোজকার রুটিন বদলে
এমন ভাবেই কত কিছু বদলে ফেলেছি ।
বদলে ফেলেছি যেগুলো বদলাবে না বলে আমায়
আগলে ধরে ছিল ।
ইচ্ছে গুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে
কত ক্লান্তি আমায় ভালবাসতে চেয়েছিল ।
আমি নির্বোধ বলে তারা ছুঁতে পারিনি আমায় ।
যে কয়লা আগুনে পুড়েছে বারবার তার পোড়ার ভয় নেই ।
যে ক্লান্তি দীর্ঘদিন আমার উপর আঘাত হেনেছে,
আটকে রেখেছে আমায়
গোধূলির পথ ধরে তারাও ফিরে গেছে দিগন্তে
ক্লান্তি এখন ছুঁতে পারে না আর ।