চোখে চোখ রেখেই কি সব বলা যায় ?
ঠোঁটের চাপে আটকে যায় বহু না বলা কথা ।
কত কথা ইচ্ছে হতে পারেনা, উড়তে পারে না
সীমাহীন গন্ডিতে আটকে যায় তাদের ডানা ।
যদি সব বলা যেত কথাদের ব্যথাগুলো...
অবসাদ ভেদ করে বেরিয়ে আসতো সব ।
কলঙ্ক যুক্ত সমাজের মুখ যদি বন্ধ থাকতো
বলা যেত সব কথা একদিন তবে ।
যদিও সব না বলাই ভালো !