ফুটেছে আগুনের ফুল, ফাগুনের শেষে
বসন্ত বন্ধ করেছে দ্বার,
ভরেছে পাতায় পলাশের বন, শিশু কাঞ্চন
বসন্তের মুখ ভার।
রাস্তার ধারে শিমুলের সারি, বাগানে কৃষ্ণচূড়া
তবু বসন্ত ব্যর্থ হয়েছে প্রেমে,
আগুনের লেলিহান শিখা লাগিয়েছে দাবানল
গান শোনানো কোকিলও রয়েছে থেমে ।
ফুল ফুটেছে ধরেছে আগুন
আড়ালে ফাগুন হাসে
মন পোড়ালে রোদের তাপে
বসন্ত কি আর আসে !