উদাসী এক নারী, সমাজ যাকে তুচ্ছ ভাবে আজও
অবহেলা তার অতিপরিচিত সঙ্গী ।
সেও লড়াই করে, দীর্ঘ শ্বাস ছাড়ে
অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় তাকেও ।
অথচ নতুন জোয়ারের বাহানায় আমরা তাদের
ভাসিয়ে দিই
তাদের মুখে আলো জ্বালতে গিয়ে কখন যে
অন্ধকার পর্দা টেনে দিই
তার কৈফিয়ত কেউ চায়না ।
সমাজ বদলের নাম করে বদলা নিয়ে নিই
নারীর স্মৃতিকথা গুলো ইতিকথার নিচে
দমবন্ধ হয়ে মরে যায়, খবর রাখেনা কেও ।