একটা বিন্দুর উপর থেকে
*** প্রদীপ চৌধুরী ***
স্থির সরলরেখায় দাঁড়িয়ে এক পা করে এগোতে এগোতে
ফোকাস বিন্দু আবছা হয়ে যায় |
ইতিহাসের ক্রম বিবর্তনের ছবিটা স্টিল ক্যামের কাঁচে
ঝুলতে থাকে |
দাবানলের নিচে সভ্যতার ঝলসানো দেহটা
অ্যাসিড হামলার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকে |
রঙ মাখা সকাল গুলো অন্ধকারে বিলুপ্ত হয়ে আসে
ধর্ষকদের শিরদাঁড়ার পিছনে |
ইতিহাস লজ্জা নিয়ে মাঝপথে থমকে যায়
একটা বিন্দুর উপর থেকে |