নিস্তেজ হয়ে আসা একটা বিকেল
যখন সকল আলো হারিয়ে ফেলে,
যখন হারানোর ভয় ক্রমশ অন্ধকারে এসে ঠেকে
তখন নিজের অস্তিত্ব খুঁজে চলি অন্তহীন পথে ।
যারা হারিয়ে যেতে ভালবাসে, কিংবা হারাতে
তাদের চোখের দিকে তাকালে মায়া হয় খুব
মনে হয় সার্থক তারা ।
সাদা খাতার উপর চলতে থাকা জোনাকির আলোয়
ভেসে ওঠে অন্ধকার ভেদ করার আশা ।
হারিয়ে যেতে যেতে অন্তহীন পথ থমকে দাঁড়ায়
স্বপ্ন দেখায় জীবনকে গুছিয়ে নেওয়ার ।
অথচ জীবনটা কেমন এলোমেলো হয়ে যায় দিনের শেষে ।