যত জল আছে মনে
তার একটি ফোটা যদি
ভাবের সিঁড়ি বেয়ে
জমে চোখের কোণে
আলো যদি ঠিকরে পরে
তার উপরে --
তখন মুক্তো হয় মনে !
আবার সে জল যদি
একসাথে দল বেঁধে
হামলা করে ,চোখের কোলে
উপচে পরে ঝরে ,
চাঁদের ঝরা আলোয়
দেখলে মনে হয় --
পথ ভোলা পাহাড়ি এক নদী ॥