প্রবাসে ভালোবাসা একাদশী চাঁদ
ক্ষয়ে ক্ষয়ে মরে যায়
বেঁচে ওঠে তবু
পান্ডুর হাসি নিয়ে জীবনের পথ খুঁজে মরে ।
তন্দ্রার ঘোরের মাঝে জীবন্ত কুঁড়ি
কিছু স্মৃতি ঘ্রানে থাকে ভেসে ।
স্পর্শ - সে অতলান্ত মনের গভীরে
জেগে থাকা ভালোবাসার
গোলাপ রাঙ্গা ঠোঁট ।
প্রবাসে ভালোবাসা শুদ্ধ কুমারী এক ষোড়শী
চোখের তারায় স্থির
অকম্প স্বচ্ছ মুখ, মনের আয়নায় ।
কাঁপা কাঁপা গোলাপী ঠোঁটে - শিহরন
থর থর শিহরন ।
মনটাকে টোপ করে
ফেলে রাখি জলে
ভালোবাসা ধরা দেয়, কখনো হঠাত্
ভারিক্কি চালে ।