এ বয়সে মোহনার ধারে এসে
মাঝেমাঝেই রক্তক্ষরণ হয়
গোপনে, ভালোবেসে।
এ কম্পন রিখটার স্কেলে কি ধরা পড়ে ?
মন থাকলেই ভাঙ্গে গড়ে
তাবলে রক্ত থাকলেই ঝরতে হয়।।
তুনীর ভরা মরচে পড়া বানে
সংসার সীমান্ত ঘেরা
পালাবার পথ নেই বামে কিবা ডানে
স্বার্থপর সাজঘরে সাপলুডো খেলা।
সিংহাসনে বসার ছাড়পত্র নেই আমার
বাক্যের কারুকাজে তাই, অপমান বারংবার।।
স্বেচ্ছা নির্বাসনে আছি, স্নেহ প্রেম বর্জিত দ্বীপে
ধু ধু মরুভূমি ঘিরে রুক্ষ ক্যাকটাস
তবুও প্রানে বেঁচে জীবনের শ্বাস।
কোলাজে মুখ ঢেকে নব নব রূপে
প্রানের জয়ধ্বজা সুদুর আকাশে
আকাশ প্রদীপ হয়ে আলোসম ভাসে।।
এ'কথা গভীর গোপন লজ্জার
বয়সের সাথে সাথে কাঁটাভরা পথ অতিক্রম
এখন আর নয় কোন বিচার
পেরিয়ে আসা পথ ভ্রান্তি না ভ্রম
নির্মম সত্য তবু একটাই --- চির সত্য
মোহনার তীরে এসে, পায়ের তলায় শুধুই রক্ত।