সাত বাই সত্তর গলির মোড়ে
দেখা তোমার সাথে
সালের ফ্রেমে পিচের স্কেচ,
ব্যাক গ্রাইন্ডে কৃষ্ণচূড়া
চোখে মুখে খুশীর চুম্বন, আলোর বর্ষা  হাতে।
এক পা ফেলেই থমকে গেলাম,
ছিটকে পড়লো কিছু জল কাদা - কাপড়ে
চোপড়ে।
একটু আগের
বৃষ্টির জের।
গলিটা এখন সূর্যের আলোয় ঝলমলে
মাথায় নীল চাঁদোয়া,
লতানো থাম দুপাশে,
নিখুঁত সুন্দর একটা ছবি
শিল্পীর ক্যানভাসে
থমকে গিয়ে দাড়িয়ে আছি ঠায়
কাদাগুলো বিদ্যুৎ বেগে ছুটে এল,
চোখ থেকে, মন থেকে কেড়ে নিলো
সব আলো, সরে গেলাম।
বাঁধানো ফ্রেম থেকে চলে গেলে তুমি।
অনেক কথা নিয়ে থমকে গেলাম
ছিটকে পড়লো কিছু জল কাদা - কাপড়ে চোপড়ে,
সাত বাই সত্তর গলির মোড়ে।