সময়ের সিড়ি বেয়ে ইতিহাস
উপরে ওঠে, কখনও বা নীচে
এক রাজা বদলে অন্য রাজা আসে
তবু, শোষণের যাঁতাকলে নুতনত্ত্ব নেই,
শাসন আর শোষনের বীজমন্ত্র এক,
একই ক্লীব রক্তে জন্ম অত্যাচারী শাসকের।
মুখোশ আর পোষাকটা
ঝুটো মণিমুক্তো ভরা,
ভেতরটা অত্যাচারী সাহারার মরুভূমি।
অহংকারে দীপ্ত অত্যাচারী ইতিহাস
চোখের আড়ালে কাঁদে
মনে তার সবুজ স্বপ্ন গাঁথা।
দিনের শেষে রাত আসে
অন্ধকারের অবসানে সূর্যোদয় হয়
ইতিহাস কাউকে ক্ষমা করে না।