তুমি কি শুনবে, তুমি কি জানবে
তুমি কি বুঝবে সে কথা!
কোন অচেনার কোন গোপনে,
কোন স্বপনে জাগরণে
শুধু হৃদয়ের অন্তস্তলে,
রয়ে যাবে সে ব্যাথা।
চেনা অচেনার বাঁধন ছিড়ে,
মনের গভীরে আপন করে
হাতটি বাড়িয়ে ডাকবে তুমি,
আবার চেনা নামটি ধরে।
কোন অজানায় কোন ভাবনায়
কেন আছো চুপটি করে।
বসবে পাশে আমার কাছে
বলবে কথা হাসিমুখে।
এলোচুলে মুখ লুকিয়ে,
নয়নখানি আড়াল করে।
কোন জাদুতে জাদুকরী,
করবে অবশ এ মনটারে।
জানি কত আছে অভিমান,
কত বেদনা কত অপমান।
হৃদয় ভেঙেছে কত শত বার
তবু রয়ে গেছে সেই পিছুটান।
সব ভুলে তুমি ভালোবেসো
আমার কাছে চলে এসো।
তোমাকে বলবো সবকথা আমি
যত রহস্য সত্যি জানি।
চুপটি করে ধৈর্য ধরে,
আমার পশে বসে
শুনতে হবে মনটি দিয়ে,
আমায় ভালোবেসে।