আমার টুম্পা কেমন আছে
গ্রীষ্মের দাবানলে?
আমার টুম্পা কি মৌন বিভোর
ভাবনার দোলাচলে?
আমার টুম্পা।
আমার টুম্পা লুকোচুরি খেলে
মনের অন্তরালে|
ক্ষনিকের দেখা, পরক্ষনেই
যেন কোথায় যায় চলে|
আমার টুম্পা দুষটু মিষ্টি
চেনা অচেনার ছক।
ঝাল আচারের জিভ চাটুনি
একটুখানি টক।
আমার টুম্পা লাল না সবুজ
কি আসা যায় তাতে।
বিবেক, চেতনা, মূল্যবোধ
বিক্রি হয় না হাটে।
আমার টুম্পা chinese কাট
নাকি U স্টেপ লেয়ার!
বিনুনি বাঁধে কি আগের মতো,
এলিয়ে দেয় কি হেয়ার?
আমার টুম্পা ইনস্পিরেশন
Unique Rare ট্যালেন্ট।
সবার ওপরে সকলের সেরা
Truth একুইভেলেন্ট।
আমার টুম্পা অভিমানী বড়
চায় ভালোবাসা আলো।
একফোঁটা চোখের জল আর
সুন্দর সেই ভাল।
আমার টুম্পা কখনো চন্ডী
রনংদেহী রূপে লাল।
আবার কখনো মহাযোগী শিব
নীলাচলে মহাকাল।
আমার টুম্পা নন্দী ভিঙ্গি
কৈলাশ ত্রিপতি।
স্বাধীন গতি যেমন তেমন
সদা অনিশ্চিত মতি।
আমার টুম্পা নীল না হলুদ
নাকি গোলাপির শোভা।
উষা লগ্নে প্রভাত সূর্য
লাল রক্তিম আভা।।
বড় মন চায়, আবার দেখি
নয়নে কাজল তার।
মিষ্টি মুখে মুক্ত ঝরা
সেই হাসিটি যার।
তাইতো লড়াই এই জীবনে
আত্মার আহ্বানে।
কেউ বোঝেনা কেউ জানেনা
শুধু দুজনার মনে।
আমার টুম্পা শুনছ কি তুমি?
এই যে এখানে আমি!
চলে এসো ছুটে, টেনে নাও বুকে
বলো একটুখানি।
আমি তোমার টুম্পা, তুমি আমার।