আজ ২১ শে মার্চ ,বিশ্ব কবিতা দিবসে ........নিবেদন...
---------------------------------------------------------------------..
জীবন যতটা যুক্তি পূর্ণ ভাবে চলবে ভাবি.
চলে কি তাই!
অনর্থক হতাশায় জীবনকে যত জটিল ভাবি,
তত খানি জটিল কি?
'সব কিছু মেনে নিলে ,মানিয়ে নিলেই জীবন সহজ' জেনেও
জীবনের জটিলতা কিন্তু সঙ্গ ছাড়ে না...

জীবনকে যতটা অর্থহীন ভাবি...
সত্যিই কি ততখানি....!
ঘুপছি গলিতে চলতে চলতে
জীবন প্রশস্ত এক পথ নির্মাণ করে ফেলে ...
অভিযানের শুরুতেই থাকে অনিশ্চয়তার আভাস..
অভিযান কখন জানি না সংগ্ৰাম হয়ে যায়...!

জীবন কখনও স্হির নয়,জানি
প্রকৃতির মত জীবনও অস্থিতিশীল,
ওদিকে মানুষের মনের জগতও সদা পরিবর্তনশীল ..
অস্তিত্বের সংকট, প্রাপ্তি ও অপ্রাপ্তির সংঘাত,
অভিলাষ , অভিমান, ব্যক্তি চেতনাকে
মহাজাগতিক নির্বাণের অনুভবে নিয়ে চলে যায়....।

চেতন -অবচেতন মনের এই অনুভব উপলব্ধিকে উদ্বুদ্ধ করে
কল্প বৃক্ষের এ  উপলব্ধি ই কবিতার নির্মাণে প্রেরণা যোগায় ...
এছাড়া জীবনের ভুলগুলির  অনুশোচনাও    উদ্বুদ্ধ করে;
  আত্ম পরিশুদ্ধির জন্য তখন সে  কবিতাকে আঁকড়ে ধরে...
হৃদয় হতে উৎসারিত আলোই কবিতার উৎস...
আর নির্বাণের পথের অনুসন্ধান হয়ত সে আলোর  খাজানা!
@prabirde66
21.3.2025