জাতির প্রাণে
সমতার বাসনা
পূর্ণ হবে কি?

মৌলবাদীরা
সভ্যতার পুষ্পকে
করে আঘাত।

মিথ্যা বিশ্বাস
ছড়িয়ে   কেন দেয়
সরল প্রাণে ?

স্বৈরাচারীর পা
মাড়িয়ে দিয়ে যায়
গণতন্ত্রকে।

সুবিধাবাদীরা
নিভিয়ে দিতে চায়
মুক্তির আলো।

আত্মোপলব্ধি
দুই হাতে সরায়
বিবেকের জং ।

শিক্ষা - চেতনা
বপণ করে বীজ,
মনুষ্যত্বের।

সহনশীলতা
জাগাক তব প্রাণে
ভ্রাতৃত্ব বোধ।

পালন কর
ধর্ম  নিরপেক্ষতা,
শান্তি আসুক।
১০
ধর্ম -পালনে
কর্মই হোক মন্ত্র,
বিভেদ নয়।