প্রবীর দে

স্বপ্নের অবলুপ্তি ?
না কি আরও
নৃশংষ স্বপ্নের বীজ বোনা ....
.কোনটি ছিল তোমার শপথ ?

স্নেহের আলীঙ্গন ?
না কি আরও
আগ্ৰাসনের লোলুপ চুম্বন....
কোনটি ছিল তোমার আরাধ্য?

সভ্যতার অগ্ৰগতির নিয়ন্ত্রক ছিলে না তুমি?
সভ্যতার উন্নয়ন চাইতে না তোমরা?
তবে কেন আজ আত্মঘাতী মূঢ়তা....
কেন তবে  পৈশাচিক সাম্রাজ্যবাদী  স্বপ্নের বাস্তবায়ন...

একবারও কি মনে পড়ে নি ....
মানবতার উন্নয়নের সংকল্পের কথা?
রাষ্ট্রসঙ্ঘ গড়ে তোলার মিছিলে তুমিও হেঁটেছিলে.না?
হয়ত .ভুলে গেছো ..  মানবতার  জয়গান গাইতে....

আমি জানি, নির্মম হত্যালীলা সাঙ্গ হলে.…..
তুমি আবারও বড় করে বিজ্ঞাপন দেবে....
"যুদ্ধ নয়,শান্তি চাই....
"বিশ্বশান্তিই আমাদের লক্ষ্য...."।

@prabirde
২৬.২.২০২২