তুলনা  সহজাত
তুলনা ভবিষ্যতের দিশা
লক্ষ্য পূরণের  নিয়ন্ত্রক  তুলনা
উচ্চাশা সৃষ্টির তৃষা।

তুলনায়  বাড়ে অনুশোচনা..
  বাড়ে  হিংসা -দ্বেষ ।
তুলনায়   হারাই  আত্মবিশ্বাস ,
বাড়ে  অস্থিরতা, ক্লেশ।

তুলনা আনে হীনমন্যতা,
আনে শ্রেষ্ঠত্বের অনুভূতি,
তুলনা  ভুলে বাঁচবো ভাবি ঠিকই, তবে
অনুপ্রেরণার খোঁজে তুলনাকেই স্বীকৃতি।

তুলনা    হোক  ইতিবাচক
অবশ্যই  প্রাসঙ্গিক।
প্রতিটি জীবন যখন স্বতন্ত্র...তবে
তুলনা থাকুক না হয় আত্মিক।
23.11.2021