বিশ্ব কবিতা দিবসে
-------------------------------------
তুমি বলতেই পারো...
'কিছু পারো না বলেই কবিতা লেখো'।
না না রাগ করি নি ভাই!
আমি কিন্তু অন্য ভাবে ভেবেছি....
ভাবনাকে ছেড়ে দিতে চাও না তুমি,
তাই তুমি কবিতা লেখো না,. কিন্তু আমি যে ছাড়ি...!
স্বপ্ন   ভাবনারই প্রোডাক্ট
স্বপ্নগ্রস্থ মস্তিস্ক একটি সৃষ্টিশীল ইঞ্জিন
আমি  ওকে খাঁচায় আটকে রাখতে চাই না...
তাই  ও  অরণ্যময়, প্রাকৃতিক ও স্পন্দনশীল,
হয়ত অভিজ্ঞতাজাত দর্শন কিম্বা কল্পনার প্রতিবিম্ব...
  তাই  ও  হয়ত  কবিতা !

জানি এরপর তুমি বলবে
'এটা কি কোন কবিতা হল নাকি,ছন্দ কই'?
এরপর আবার  খুঁজে দেখবে.... কি ছন্দ?
মাত্রাবৃত্ত ,স্বরবৃত্ত না অক্ষরবৃত্ত....!
আসলে কি জানো .
কবিতায় ‌‌চিন্তা ও বয়ানের একটা তরঙ্গ থাকেই,
অনুভূতির  গভীরতাই  তরঙ্গ...
চেতনার জাগরণও  তরঙ্গ...
তরঙ্গই কবিতার শিল্পকলা.।
আর অনুভব বলে , তরঙ্গই  ছন্দ ...
কবিতা তাই জীবনবোধের অনুপ্রেরক...
শর্তহীন, প্রাণের অসীম আনন্দ !
২১.৩.২০২৩