তখন মোদের কিশোরবেলা
না,হাতে ছিল না কোন সেলফোন,
নারায়ন দেবনাথের 'চিত্রকথা'
ছিল কিশোর -কিশোরী র বিনোদন।

শুকতারা টা রিলিজ হলেই
পাবার অপেক্ষায় থাকতাম,
সবার আগে হাঁদা-ভোঁদার চিত্রকথা
গোগ্ৰাসেতে গিলতাম।

সত্য বটে চিত্রকথা  'হাঁদা-ভোঁদা'য়
চরিত্ররা সব কাল্পনিক,
কিন্তু,গল্পের আড়ালে ছিল  নীতিশিক্ষা
ছবিগুলোও   নান্দনিক।

শক্তিশালী বাঁটুল দি গ্ৰেট
স্যাঙাৎ লম্বকর্ণ,
সুপার হিরো বাঁটুল  ছিল  সৎ
মিথ্যে নয় তা এক বর্ণ।

বোর্ডিংয়ের ছাত্রজীবন ...প্রথম আস্বাদন
'কিশোর ভারতী 'র নন্টে-ফন্টেতে
দুষ্টু কেল্টুদাকে কিভাবে করতো  জব্দ
নন্টে আর ফন্টে  দুজনে মিলেতে।

কিশোর বয়সের  সেই সব স্মৃতি
আজও অমলিন
কমিকসের যাদুকর তুমি বিদায় নিলেও
তোমার সৃষ্টি রাজ করবে চিরদিন।
১৮.১.২০২২