১
আঘাত হানে
কাপুরুষের দল
ধীক তোদের।
২
মরেছে কত
শহীদ জওয়ান
তেরঙ্গা কাঁদে।
৩
আরও কত
জওয়ান মরবে?
নীতির ভুলে।
৪
রক্ত ঝরছে
সহিষ্ণুতা আরও?
শিকল খোল।
৫
শিকল খুলে
বেনেট চালা তোরা,
কেতন ওড়া।
৬
বিদ্বজ্জনেরা
কলমে গুলি ভরো।
আরও ক্ষমা?