গুটিয়ে নিয়েছি নিজেকে..
না না বিচ্ছিন্ন বলা যায় না!
আত্মসমাহিত বলা যেতে পারে;
যেভাবেই বল, সরে আছি ...দূরে আছি.. !
তবে বিচ্ছিন্ন হওয়া হয়ত বারুদ !
ভেতরের আগুনকে প্রচ্ছন্ন করে...
আবেগকে উপলব্ধ করে..
দৃঢ়সংকল্পতাকে আবাহন করে...
সাধনায় উদ্বুদ্ধ হওয়া যায়...
এরপরেই শুরু হয় নীরব কঠিন লড়াই--
জ্ঞানাহরণের, সৃজনের, বিকাশের,অগ্ৰগতির..;
সাময়িক বিচ্ছিন্ন হতে তাই কখনও ইচ্ছে করে!
কেন বিচ্ছিন্ন ? কেন আত্মসমাহিত ?
উত্তর খুঁজতে যাই না!
বিশ্বাস করে ঠকে যাওয়া তো অতি সাধারণ ঘটনা,
বিশ্বাস হারানো পাপ হলেও সত্য !
উপেক্ষার কোন প্রতিশোধ হয় না,
প্রতিশোধ নয়, আত্মসংযমই প্রতিকার...
শুধু প্রতিবাদ চলতে পারে সময়ের হাত ধরে।
সৃষ্টির সফলতাই হয়ত উপেক্ষার জবাব....
অপেক্ষা ই সৃষ্টির সোপান।
সৃষ্টির সন্ধানে আমি তাই বিচ্ছিন্ন হতেও রাজি!
একাকিত্বের যন্ত্রণাও মেনে নিতে রাজি ...
চোখে মুখে অন্তরে আজ শুধু যে
স্বপ্ন সাকারের প্রত্যয়!