সত্যি ,জীবন’টাকে সাজানোর জন্য
কত যে প্রয়াস, কত যে ব্যস্ততা...
জল স্তর বাড়লেও পদ্ম-পুস্পকে উড্ডীন
রাখার জন্য কান্ডের যেমন নিরলস প্রয়াস....
আমাদের বাস্তবতা বোধের তেমনই সেই একই প্রয়াস ..।
জানি ,স্বপ্ন জাগ্ৰত হয় আবেগের আতিথেয়তায়...আবার
সফলতার স্বপ্নপূরনের লক্ষ্যে অন্যতম হল আবেগ-সংবরন ।
কিন্তু, স্বপ্ন পূরণে প্রধান স্থপতি তো সেই বাস্তবতাবোধই ।
স্বপ্ন যে দেখতেই হবে..স্বপ্নই তাতায় ..স্বপ্ন ই বাঁচায়.;
সব স্বপ্ন হোক সফলতার... স্বপ্ন হোক বিশ্বভাতৃত্বের...
হোক না স্বপ্ন ব্যক্তিক কিন্তু , সমষ্টি বিরোধী কদাচ নয়।
জীবন এগিয়ে চলুক এক আকাশ আশা নিয়ে..
..স্বপ্ন পূরণের আশার জ্যোতি ছড়িয়ে পড়ুক দিকে দিকে..
সে জ্যোতির প্রতিটি অণুতে জড়িয়ে থাক শুধু ভালোবাসা।
অদম্য এই প্রয়াসে নিরাশ হয়ো না. কখনও বন্ধু ..
দুঃখ সইবার শক্তি ই তোমার স্বপ্ন পূরনের উৎস ,জেনো।
31.01.2020