১
সৃষ্টি ই হোক
সুখের অভিলাষ..
শান্তি আসবে ।
২
কতটা সুখী?
সুখ তো আপেক্ষিক...
শান্তি যতটা।
৩
সৃষ্টি সুখের
হৃদয় অনুভূতি...
ক্ষুধা মেটায়।
৪
সৃষ্টি কে তুমি
অর্থ দিয়ে মেপো না
দুঃখ ই পাবে।
৫
প্রশংসা চাই?
নিরাশায় থেকো না,
প্রতীক্ষা কর।
৬
আত্মপ্রশংসা
সীমায়িত করে ? না
প্রেরণা দেয় ?