জীবনের ব্যর্থতা গুলি
যেন এক একেকটা লাশ...
পোষ্টমর্টেম হয় ওদের ,
বিশ্লেষণের রিপোর্ট আর পড়া হয় না...
শুধু অসীম শোকের মেগা সিরিয়াল....
চির অশৌচ...
শোকের জাবরকাটা..
ব্যর্থতার সৎকার আর হয় না..!
প্রশ্ন জাগে মনে,
অবিশ্রান্ত শোকের বিলাপ কি
সাফল্যকে উদ্বুদ্ধ করে ?
ব্যর্থতার স্মৃতিচারণ কি
স্বপ্নকে আরো জাগিয়ে রাখে?
কি জানি .....
মনের মাঝে এ ভাবনাও জাগে...
হয়ত নিঃসংশয় সাফল্যের স্বপ্নই
প্রতিটি ভবিষ্যৎ সফলতার অনুপ্রেরণা।
হয়তো স্বপ্নকে বাঁচিয়ে রাখার অদম্য ইচ্ছাই
ব্যর্থতাকে অতিক্রম করার নিরন্তর সাধনা ।
তবে আমার ধারনা,সবার আগে প্রয়োজন ..
ব্যর্থতার সৎকার !