১
ভোরের আলো
জাগায় প্রাণে আশা,
বরণ করি।
২
রোদের গন্ধ
ছড়াব,করেছি পণ,
বাধা দিও না ।
৩
মাতবে প্রাণ
গাইবে সবে গান
মানবতার।
৪
সরল বলে
আপন ভাবি সবে,
ঠকি....তবুও...।
৫
ভাবনা জাগে...
জটিল হয়ে যাই ;
বোঝাও মোরে...!
৬
জটিল মনে
প্রেম ছোঁয়া যায় কি?
মাফ্ করো গো।
৭
সরল বলে
উপহাস করো না...
ভালবাসি যে।
৮
মন্দ যা সব
ত্যাজিব চিরকাল
যা হয় হোক।।