বাইরে বেরোতে না করেছো তোমরা আমাদের.....
ওঃ মা! এবার তোমরাও তো দেখি আমাদের মত.....।
হয়তো এই প্রথম ধনী-দরিদ্র ,শোষক-শোষিত..
সবাই আজ আমরা এক সারি-তে.....।
শ্রেণী বিভাজন, ধর্মান্ধতা এই শব্দ গুলি
ডিকশনারি থেকে তবে কি এবার তুলে নিতে হবে?
সভ্যতাকে যে আজ কি এক কঠিন লড়াইয়ের
সামনে দাঁড় করিয়ে দিয়েছো হে মহান ভাইরাস!
তোমার উপর ভীষণ ভীষণ রাগ হচ্ছে ঠিকই .....
তবে এত বিপদের মধ্যেও আজ শিখলাম .....
কোন ধর্মেরই অন্তর্ভুক্ত বিষয়' বিভাজন' নয়....
' সার্বিক সুরক্ষার'প্রচেষ্টাই সকল ধর্মের মূল কথা।
১৬.৩.২০২০@