'সময়' কে ডেকে বললাম,
"তোমার তো অসীম ক্ষমতা ভাই,
অবাধ্য দুঃখের অনুভূতিকে
কি করে যে শান্ত করে দাও স্রোতের টানে...
স্বজন হারানোর বেদনার তীব্রতাও প্রশমিত
হয় যে তোমার ই বিশ্বস্ত হাত ধরে"।
আরও বললাম," কত শত মানুষের জীবন-যন্ত্রণা,
লাঞ্ছনা,প্রবঞ্চনা,স্বার্থপরতা, এমনকি
নিঃস্বার্থ ভালোবাসার আনন্দের অনুভূতি
সবকিছুরই সাক্ষী তুমি ...
নির্লিপ্ত হয়ে ভার বয়ে চলেছো যুগ যুগ ধরে.. প্রতিক্রিয়া জানাও নি।
শুধু অপেক্ষা করে গেছ মানুষের উপলব্ধির সূর্যোদয়ের।
বিবর্তনের পথে মানুষ আজ সভ্য থেকে সভ্য তর ...
তার ইতিহাসও যে আজ অক্ষত ,তা তোমার ই বদান্যতায়...।
কুঁড়ি থেকে ফুল,ফুল থেকে ফল ,
ফল থেকে বীজ..আবার কুঁড়ি....
সৃষ্টির এ পথ যে কখনও বিচ্ছিন্ন
হয় নি, তা তোমারই দানে,...".।
কিন্তু, চারদিকে যে আজ নিরবিচ্ছিন্ন হিংসা র বাতাবরন..
চারিদিকে যে আজ কপটতার ,কৃতঘ্নতার কার্তুজ ছড়ানো....
ভালোবাসাও ভয়ে শিঁটিয়ে আছে যেন..
".দাও না,এখনই সরিয়ে দাও না কার্তুজগুলো...
পরিবর্তনের পথে ছড়িয়ে দাও শান্তির আলোক রশ্মি...
আর দেরী নয়....আর দেরী নয়..."।