"মাগো,  আজ তো ন্যাড়া পোড়ার  দিন নয়....
তবে  , ঘরেই  কেন ন্যাড়া পোড়ার মত আগুন..
আমার যে দম বন্ধ হয়ে আসছে মা...
না মা. আমি আর কাঁদবো না...
এই তো তোমায় আমি জড়িয়ে ধরে আছি....
তোমাকে  জড়িয়ে ধরলেই তো  আমার কান্না থেমে যায় ...
কিন্তু ক ই , আমি যে  শ্বাস নিতে পারছি না মা.....
বাইরে চল না মা ..  বাইরে চল ....

জতুগৃহে ,.অসহায়  সন্তানের  আর্ত চিৎকার. না.কান্না...
না! এ তো কান্না নয়....রক্তের অধিকারের আর্তচিৎকার!
এ তো কান্না নয়....মানবতার দুঃসহ লজ্জার নিনাদ !
অবুঝ শিশুর এ আর্তি....  সভ্যতার  আর্তনাদ!
অবোধ শিশুর  এ দুঃসহ কান্না , শতাব্দীর অভিশাপ !

অতিমারি র দুঃসময়ে আর্তের ডাকে সাড়া দিয়ে
সভ্যতাকে এগিয়ে নিয়ে গিয়েছিল  যারা,  তাঁরাও  মানুষ..  .
আর  নিরপরাধ শিশুদেরকেও যারা  জীবন্ত দগ্ধ করে...   সভ্যতাকে ফিরিয়ে দেয় আদিমযুগে, তারাও  মানুষ !

সবাই তো  মানুষ ,তফাৎ  মানবতায়!
সবাই মানুষ ,তফাৎ  অভিযোজনের দক্ষতায়!
সবাই মানুষ ,তফাৎ শুধু প্রতিবাদ প্রকাশের ক্ষমতায়!
".সবাই  মানুষ ,তফাৎ   শিরদাঁড়ায় " ! !
২৩.৩.২০২২