(হাইকু )
১
মনের কোণে
প্রেমের অশ্রূ ধারা
প্রবহমান।
২
লুকোনো প্রেম...
মণি মানিক্যে ভরা,
জান তো তুমি।
3
না বলা কথা
ডানা মেলতে চায়,
ওড়াবে তুমি?
৪
অধীর ঠোঁট
পেতে চায় আশ্রয়,
কবুল করো।
৫
হৃদ-মাঝারে
অনুভুতির রেশ,
যতনে রাখি।
৬
সময়- স্রোতে
সব হারিয়ে যায়,
স্মৃতি রয়।। 16.7.2019