ব্রাত্য,বহু পুরনো সাইডব্যাগটা হাতড়াতেই
বেরিয়ে এল, অভিমানী শুকনো এক গোলাপ ...
মুচকি হেসে আমায় শুধায়, ‘ চিনতে পারছ ?
তোমার প্রথম ভালবাসার অনুভুতিমালার
অপ্রকাশিত স্মারক আমি , গোপন পিঞ্জরে
সেই কবে থেকে আড়াল করে রেখেছ আমায় ...’।
‘ কি জানি , কল্পনার বাস্তবতায় সন্দিহান হয়েই
হয়ত আমায় আড়াল করতে চেয়েছিলে...।
কিন্তু, আড়াল করার দায়িত্ব
তুমি ইতিহাসকে দিয়েছিলে কেন? তুমি কি জানতে না,
ইতিহাসের পেটে কথা চাপা থাকে না ...
তুমিও কুন্তির মত একই ভুল করে ফেললে ...।
তবে , তুমি ইতিহাসকে বলে দিও ...
ভালবাসাকে যেন ও ভালবাসা দিয়েই প্রকাশ করে ..’ .।।