আমি এখনও কতটা বেঁচে আছি
তাই দেখতে আবার এসেছ ...তাই তো?
না,না, তুমি ভয় পেও না..জান তো,
আমি এখন আর ছোবল দিতে পারি না।
করুণ ভাবে বেঁচে থাকতে থাকতে
বিষ দাঁতগুলো ক্ষয়ে গেছে আমার...
আলোহীন খাঁচায় জেগে আছি রাত্রির গুহায় ।
এখন তুমি যা ইচ্ছে তাই করতে পার,আমায় নিয়ে।
মিছিলেও নিয়ে যেতে পার...তোমার হয়ে
দুর্নীতির আবীর মাখিয়ে দিতে বল ,তাও পারব।
একরাশ দুঃখ ,হতাশা লুকিয়ে রেখে আমায়
তুমি বলতে বল," আমি ভালো আছি" -তাও পারব আমি।
না না,তোমায় আর মিথ্যে প্রতি শ্রুতি দিতে হবে না...
ভাড়ায় খাটা বুদ্ধিজীবিদের এনে আবার
আমায় উদ্বুদ্ধ করতে যেও না যেন ।
তবে জান তো ,আমারও রাগ আছে, ঘৃণা আছে ,
ক্ষোভ আছে... নেই শুধু প্রতিবাদের সাহস।
আমার এক চোখে অশ্রু ,অন্য চোখে আগুন ...
ঢেকে রেখেছি কালো চশমার আড়ালে ।
আমায় কি কেউ বলতে পার, “এখন কি করব আমি? ...
কাঁদবো না পুড়িয়ে দেব সবকিছু...
আবার না হয় নতুন করে গড়ব সব।