নিজেকে প্রত্যক্ষ করতে বসি কখনও...
শূণ্যতাকেই প্রত্যক্ষ করি..
সফলতার ডিজিটগুলোর কথা মনে পড়ে না?
জীবনে কি পাই নি ...শুধু তার ই বিশ্লেষণ ।

কিন্তু  ....
শূণ্যতাই জীবন রহস্যের জননী...
ঐ সক্রিয়  শূণ্য ই আবার প্ররোচিত করবে
জীবনকে পূর্ণ করতে...।

সময়ের সমুদ্রে  যে পুরোনো দ্বীপও  ডুবে যায়...
জেগে ওঠে নতুন দ্বীপ ...শূণ্য দিয়েই শুরু আবারও।

22.1.2021