ভাবের প্রকাশ মাধ্যম তো ভাষা, তাই না?
বিবেকের জাগরণে কিম্বা হৃদয়ের উজ্জীবনে,
ভালোবাসার গভীর টানে,নতুবা মানবতার আহ্বানে,
জীবন-ভাবনার বিনির্মাণে, নয় তো প্রতিবাদের প্রকাশনে..
ভাষা রুপে তোমাকেই তো খুঁজে পেয়েছি হে' কবিতা'. ....
আবেগ ও বাস্তবকে সাথী করে তোমাকে ই শ্রেষ্ঠ ভাষা রুপে মেনেছি।
প্রেয়সীর সেদিনের সেই চাহনির মাদকতায় বিমুগ্ধ নির্নিমেষ আমি..
ভালোবাসাকে বাস্তবতার আশ্বাসে ভরিয়ে ছিলাম তো কবিতার হাত ধরেই..
স্বপ্নের প্রতিটি মুহূর্তের শিহরণ আমি প্রকাশ করেছি তোমার ই বাঁশিতে।
হ্যাঁ, ঘৃনার বিচ্ছুরণে,সার্বভৌমত্বের অধিকার রক্ষার লড়াইতে,সাম্যের খোঁজে...
আমি তোমাকেই রোদ্দুর রুপে পেয়েছি কবিতা...তোমার পরশে ধন্য হয়েছি...
সৃষ্টির বীজ ছড়িয়ে দিয়েছো তুমি পরম মমতায়....সেইথেকে আমি তোমার অনুগামী।
আমি জানি তোমার সিঁথির সিঁদুর কোনোদিন কেউ মুছে দিতে পারবে না. কবিতা....
.হাজার হাজার বছর কেটে গেছে.... আরও হাজার কেটে যাবে- ফুল, রক্ত,আর ঘামে....
নিঝুম হতাশার অন্ধকারেও তুমি আলোকবর্তিকা হয়ে রয়ে যাবে কবিতা.....
তখনও কোন এক বিশ্ব কবিতা দিবসে আবার বলব",তুমিই শ্রেষ্ঠ ভাষা, "।
@21.3.2020