এত কাল ধরে আমি নিজেকেই চিনতে  পারি নি গো....
নিজেকে যে এতখানি ভালোবাসা যায়  তাই  জানতাম না....
ভোগবাদিতার মোহে,  জীবনকেই ভালবাসতে ভুলে গিয়েছিলাম যে...
ভুলতে বসেছিলাম.... আমি যে প্রকৃতির হাতে শুধু  ক্রীড়নক মাত্র ;
আরে ,আমি তো হলাম সেতারের তার গো, যন্ত্রী তো প্রকৃতি নিজেই....
এতকাল কেন যে   বুঝতেও  চাইনি.... আমি তো আমারই অধীন নই ...।

আমি  নিশ্চিত ,  এ ঝড় থেমে যাবে একদিন....আসবে পরিবর্তন...
জীবনের ঝড় সামলে  মুখোমুখি হব আর এক ঝড়ের .... জীবিকার ঝড়ের;
তবে  কি ,আসন্ন অর্থনীতির মন্দা সামলে নিতে পারবই....,  কেন জানো?
ভোগবাদিতার অবলুপ্তিতে, পুঁজিবাদকে হারিয়ে রাজ করবে  যে সাম্যবাদ . ...
ঝড়ের রাতেই  দেখেছিলাম, শ্রেণিহীন মানবিক  মানুষের অদৃশ্য হাতের স্পর্শ
অচেনা আর এক  অসহায় মানুষের প্রতি..  লাভ-ক্ষতির হিসেব না কষেই...।
28.3.2020
Copyright Reserved