প্রতিটি বর্ষার আগমনে
আমি শরতের দিন গুনি।
ভালবাসার গভীর টানে গ্রহন করি ,
মেঘেদের অভিমান যত ...।
প্রতিটি বৃষ্টির ফোঁটায় অঞ্জলি দিই ...
নবীন,প্রবীন সবুজের পায়ে...।
মনের ক্যানভাসে ছবি আঁকি ...
‘ শরতে সোনালি আলোর বৃষ্টি-স্নাত সবুজ শস্যক্ষেত্র’ ..
‘ শিশিরে ভেজা শিউলি ছড়ানো কোন প্রত্যুষের’ ...অথবা,
‘কাশফুল ঘেরা মাঠ ডিঙিয়ে অপু-দুর্গার প্রথম ট্রেন দেখার বিকেল’ ...।
আনন্দময়ীর আগমনী গানের সুর বুঝি
প্রতিধ্বনিত হয় মনের গহীনে ...।
আগামীর খুশীর আবেগের আগুন ...প্রেরণা যোগায় ,
আলিঙ্গন করি মাটি -কে...সৃষ্টি সুখের উল্লাসে ...।