১
মেধার মাপ না নিয়ে ভাই
ইচ্ছে তে দিও শান।
দৃঢ়-সঙ্কল্পতা রত্ন-মনি
একাগ্রতা প্রান। ২
নিত্য থাকুক আশার স্বপন
গাও কর্মের গান।
শৌর্য হোক সাথী ,ধৈর্য ধর
হও সর্ব-শক্তিমান।
৩
খেলায় খোঁজ মুক্তির বাতাস
দিও গুরুজনদের মান।
বুদ্ধিতে সদা শান দিও ভাই.
বিদ্যাই হোক ধ্যান । ৪
হিংসা- বিবাদ ত্যাজ রে সবে
নিও সহিষ্ণুতায় দীক্ষা ।
দেশমাতৃকা বিপন্ন যখন
একতাই শিক্ষা ।
৫
সত্যবাদিতাই পরম ধর্ম
জীব-প্রেম থাক নিঃশ্বাসে। ।
জ্ঞানের আলো ছড়িয়ে দিও
ধর্মনিরপেক্ষতার বিশ্বাসে ।। ৩১.১.২০১৯