তোমার সুরে
সুর মেলালে  তবে
প্রগতিশীল ?

সহনশীল
না হয়েই কিসের
গণতান্ত্রিক !

বিশ্বাস করে
ঠকি যে বারবার,
আবার করি।

ঔদ্ধত্য নয়
বিনয়ী হও বন্ধু,
সম্মান  রবে ।

পরের দোষ
না দেখে স্বীয় ভূল
শুধরে নাও।