শব্দ মানে সাক্ষ্য
মৌখিক কিম্বা লিখিত।
নাই বা হোলো শব্দ  নিরপেক্ষ
ভাব যেন হয়  বিনীত।

শব্দ যখন বাণ
শ্রোতারা  মুহ্যমান ।
তূণে তোলাই থাক্ না.সে বাণ,
বাড়বে সম্প্রীতি ও সম্মান।

শব্দের ভুলে ঘটে যায় প্রলয়
আবার  সেই শব্দই  জাগায় প্রণয়।
শব্দের যাদুতে  স্বপ্নে ভাসি
শব্দভেদে  কাঁদি -হাসি।

মনে রেখো,শব্দই ব্রহ্ম
শ্রুতিমধুরতা কাম্য ।
শব্দে দাও এমনই শাণ
শব্দে জুড়ায় প্রাণ ।
7.6.2022