ক্লাসে ,বাড়িতে অনেক কিছুই শেখাই...
যুক্তি,তর্ক,বিজ্ঞান, সাহিত্য ....আরও কত কি...
শুধু শেখাই না -- .কী করে শান্তি পাওয়া যায়. ;
শেখাই না ,---অহংকার কে বর্জন করবো কীভাবে...;
আর আজ পর্যন্ত এও শেখাই নি কখনও.....
--- চঞ্চল মনে বহুর অস্তিত্বর ভীড় থেকে বেরিয়ে এসে
"একোহমের" ছায়ায় এসে স্থিতধী হব কিভাবে ...।
আসলে ,জীবনকেই একটা লড়াই সাজিয়ে ডিগ্ৰী, মার্কস্,
কেরিয়ার ,ভোগবাদ প্রতিটিকে একেকটি বিজয় তোড়ণ ভাবি....
ওগুলোর যে কোন একটি অধরা হলেই তুমি পরাজিত ...তুমি বোগাস্ !
আসলে শেখাই নি কখনও..... স্বার্থের নাম সুখ নয়.--ত্যাগের নাম সুখ।
প্রধান দুটো বিষয় শিখিয়েছি....কালা হতে আর কানা হতে....
অন্যের প্রার্থনা, আবেদন, আর্জি শুনতে পেও না----এর নাম কালা।
আর অন্যের ব্যথা, বেদনা,নিগ্ৰহ,যন্ত্রনা দেখতে পাও না----এর নাম কানা।
আরও শিখিয়েছি---কিভাবে অপরকে অসুখী করতে হয়.......সংসারে,
কর্মক্ষেত্রে, রাজশাসনে ,সর্বত্র কীভাবে শুধু চুলোচুলি করতে হয়...
যাতে প্রমান দিতে পারি যে --আমি ই জীব শ্রেষ্ঠ মানুষ ..
..কিন্তু, উপনিষদে যে লেখা ছিল ,"আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি"।
আসলে ঐ দায়সারা প্রার্থনার সময় কত কিছুই তো বলি..
..মনে থাকে নাকি ঐ সব? নির্বাচনী পথ-বক্তৃতার মতো!
29.9.2020,prabirde66