মেয়েটির দু -চোখেই ছিল
            উপাসনা  মন্দিরের স্নিগ্ধ সৌম্যতা,
            কিন্তু,   ওরা তা দেখতে পায় নি ...
            ওরা  দেখতে চায়  নি ...!

             বিষময় কামুক চাহনিতে শোষিত হচ্ছিল যখন
             ভেবেছিল,  অশালীনতাও  সীমাবদ্ধ।
             কিন্তু না , হায়নাদের আবার শালীনতার পাঠ!
             ওরা যে দীক্ষিত বর্বরতায়।

              হিংস্র শরীরগুলো যখন পাশবিক ছিল
              আকুতির আর্ত নিনাদেও জাগে নি ওরা,
              ওরা যে মানুষরূপে মৃত !
              কি জানি, এরাই হবে একদিন সংখ্যাগরিষ্ঠ!