সখের কবি আমাদের কেষ্টা
সেরা কবি হতে চেয়ে
দিল ফেসবুকে হাতেখড়ি শেষ টা।
ভিন্ন নামে গ্ৰুপ খুলে গোটা দশ
সবেতেই সেই বস্ ,
প্রচারেই বাজিমাতের চেষ্টা।
প্রতিযোগিতারও দিল ডাক
কবিতা প্রসার পাক,
অনুষ্ঠানও হবে নাকি শেষ টা।
প্রতিযোগী যত কবি
যতই ভাবিস্ সেরা হবি,
দিনের শেষে সেরা সেই কেষ্টা।
----------- ঠোঁটকাটা