স্বাধীনতা মানে মুক্তি...
বাধাহীন বিবেকের জাগরণ ...
হ্যাঁ, স্বাধীনতা মানে স্ব-অধীন চলন...
তবে লাগাম ছেড়ে কি আর...!

স্বাধীনতা মানে কাঙ্খিত চাহিদার
বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হওয়া।
  ওরাও  কিন্তু  পড়তে  চেয়েছিল।
কি হল?..  শিশুশ্রমিক !

গণতন্ত্রর  আস্বাদন  মানে স্বাধীনতা
মানবাধিকার তাঁরই অন্তর্ভুক্ত... কিন্তু বাস্তবে?
সম্প্রদায় ভিত্তিক আধিপত্য নয়ত তোষামোদ...
সংখ্যা তত্ত্বের লড়াই নয়, সমতাই স্বাধীনতা।

প্রাইভেটাইজেশন  হয়ত ব্যক্তি স্বাধীনতা,
নিয়ন্ত্রণ মুক্ত বিপণন ব্যবস্থাও  স্বাধীনতা..
শ্রেণি -বৈষম্যর অস্তিত্ব রক্ষার চেষ্টাও কি স্বাধীনতা ?
ক্ষমতার দম্ভ প্রকাশের অধিকারও তবে  স্বাধীনতা !!

ব্যক্তি-ধর্ম- বাক্..আরও কত যে স্বাধীনতা..
স্বাধীনতা   আপেক্ষিক..
স্বাধীনতা  বহুমাত্রিকও. বটে....
যাই বল ...মূল তো সেই মানবাধিকার..।

আমাদের ,স্বাধীনতা অর্জন অসীম গৌরবের..
শ্রদ্ধা ও স্মরণে  হোক  স্বাধীনতা দিবস পালন ।
বলছি  আবারও,  গণতন্ত্র রক্ষাই  হোক  প্রধান  শপথ...
শ্যোম্যানশিপের অত  দরকার নেই ভাই , চাই সুশাসন।।
১৫.৮.২০২১