মেঘেদের গর্জন …
চারিদিক আঁধার …
ভাল্লাগে না …।
সব সামলেছিলাম …
বজ্র বিদ্যুতের আলো
যখন আঁছড়ে পড়ল
তোর গালের আঁচিলে …;
আমি বৃষ্টি চাইলাম … ।
শুরু হল বৃষ্টি …
আহা কি বৃষ্টি !
চল না, বৃষ্টিতে ভিজি …
নিঃস্ব হতেও আমি রাজী ।
তোর ভেঁজা চুলের গন্ধে
ভরিয়ে নেব মন …
তোর বন্য চাওয়ায়
ঘোচাবো যত অভিমান।
স্পর্শ উষ্ণতার মুগ্ধতা
যেন দিগন্ত প্লাবিত ঢেউ …
নির্বাক ঠোঁটের আলিঙ্গনে
ভাসলো হৃদয়ের একান্ত কেউ…।
তারপরেই… থমকে গেলাম !
নদী পর্যন্তই যাব যে আজ …
ঐ পর্যন্তই অধিকার …
ওর বেশী তো দাও নি এখনও ।।
@ কপিরাইট ,৬.৫.২০২০