প্রেম তো অন্তহীন....
সরলরেখা, বক্র তো নয়...
তবে সীমারেখা কেন.?
প্রেম অন্তর হীন...
শুধুই যোগ,বিয়োগ নয়..
তাই তো অসীম পানে ধায়...।
প্রেম মানে না কোন বাধা..
প্রেম মানে না কোন শাসন..
প্রেম যে শুধুই সমর্পণ..।
সংসার প্রেমকে সীমাবদ্ধ করতে পারে না
প্রেম ই সংসারকে সীমায় আবদ্ধ করে...
প্রেম যে সুনীল আকাশ,সংসার হল পৃথিবী।
প্রেম হোক স্বার্থ হীন
প্রেম হোক নিষ্পাপ..
মুখোশটা হোক বিলীন।।