সম্পর্কের রঙ বদলায়..
বদলায় বর্ণতায়...
বদলে দেয় কে?
আবহাওয়া তো কখনও সম্পর্কের রঙ বদলে দেয় না,
তবে সম্পর্কের আবহাওয়া বদলায়...
ভালোবাসার ঘনত্বের তারতম্য কি এই বদল ঘটায় ?
নাকি স্বার্থবোধটাই যত নষ্টের গোঁড়া ...
আবার অহংকারও বিরাজমান ,
সেও অস্থির করে তোলে...
আমার মত অনুযায়ী
প্রয়োজনই সম্ভবত সম্পর্ক বদলের মূল নিয়ন্ত্রক।।
সম্পর্ক দ্বিমাত্রিক..
দুটি পক্ষ বর্তমান ..
ধর, কোন নিবিড় সম্পর্কে বর্ণতার তারতম্য ঘটলো!
সম্পর্ক গতিশীল হতে চাইলো,
অর্থাৎ, অপরপক্ষ নতুন সম্পর্কে আকৃষ্ট হল !
উল্টোদিকে তখন তুমি কি করবে?
সম্পর্ককে এখনও আঁকড়ে ধরতে চাইছো,তাই তো!
মনে রেখো,যত বেশি তুমি ধরে রাখতে যাও না কেন
মুঠো গলে গতিশীল সে হবেই...
সম্পর্ক নিবিড় হলে হয়ত বুননেরও ধৈর্যচ্যূতি ঘটে ...!
নিবিড় ছিল বলেই কি?
সম্পর্ক বস্তুত ছায়ার মত.....
ছায়ার অস্তিত্ব জীবন্ত রাখতে হলে
আলোর উৎস ও বস্তুর মধ্যে দূরত্ব রাখা প্রয়োজন।
সম্পর্কেও তেমনি নিরাপদ দূরত্ব বজায় রাখা দরকার ।
স্বার্থ , অহংকার, মাত্রাহীন প্রত্যাশার দূরত্ব চাই ..
ভালোবাসার ঘনত্বের স্থিতিস্থাপকতায় ধনাত্মকতা চাই...
সম্পর্কে বর্ণের স্থিতিশীলতা তখনই সম্ভব।।
২৬.১০.২০২৪