ঐ শোন,কানে বাজে  তিলোত্তমার আর্তি,
আজও ভেসে বেড়ায় সে শব্দ ,দুঃসহ কান্নার!
এ তো কান্না নয় -সভ্যতার আর্তনাদ!
এ  শুধু নির্মম অন্যায় নয় -শতাব্দীর অভিশাপ !

দিকে দিকে জ্বলছে প্রতিবাদের আগুন...
এ প্রতিবাদ  নিরাপত্তার অধিকার পুনরুদ্ধারের...
এ প্রতিবাদ রক্তের  অধিকার রক্ষার,
মানবতার দুঃসহ লজ্জা নিবারণের ...।

চায়ের পেয়ালায়  সমালোচনার ঝড় তুলেই প্রতিবাদ!
দীর্ঘশ্বাস ফেলে  মনের দহন  দমিয়েই প্রতিবাদ!
কিন্তু,মুখোশের আড়ালে  আর  কতদিন?  আর নয়
এবার তুমিও এসো প্রকাশ্যে...প্রতিবাদে,  প্রতিরোধে।

মহাভারতের যুযুৎসুর কথা মনে পড়ে?
ন্যায়ের পতাকা ধরতে চাইলে এখনই ধরো..
সভ্যতার সংস্কার যজ্ঞে  দেখো  আজ সবাই সামিল!
অন্তরাত্মার ডাক পেলে প্রকাশ্যেই  প্রতিবাদ করো।