জীবনকে যদি কখনও বোঝা বলে মনে হয় তোমার...
সময়কে ঘুড়ি র সাথে বেঁধে দিয়ে লাটাইটা শুধু ধরে রেখো।
চৌকাঠে মাথা না ঠুকে,চোখে স্বপ্নের সুরমা লাগিয়ে নিও।
মনে রেখো তিল-তিল মরণেও জীবন অসংখ্য্য জীবনকে চায় ভালোবাসতে ....
দামামা বাজিয়ে সে ভালোবাসার নিশান উড়িয়ে দিও।
ফুল ফুটবে না, তা হয় নাকি ...বৃন্তেরও যে আস্থা থাকে পাপড়ির প্রতি।
জীবনকে যদি কখনও তুচ্ছ মনে হয় তোমার....
জল নয়, অভিলাষ দিয়ে তোমার তৃষ্ণা মিটিও।
নীল আকাশের সব নীলগুলি নিংড়ে এনে রাঙিয়ে নিও..।
মনে রেখ,অবিক্রিত শস্যের বোঝা বইতে বইতে
ক্লান্ত কৃষকও আবার বীজ বপন করে,আশা নিয়ে ।
ইতিহাসের কালো কফিনে মোড়ার আগে অন্তত শ্বাসটুকু নিও।